আমাদের সম্পর্কে
আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়টি খুলনা জেলার পাইকগাসা উপজেলায় অবস্থিত। প্রতিষ্ঠানটির আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN, হল 117245। ০১ জানুয়ারী, ১৯৬৭ সালে, প্রতিষ্ঠানটি প্রথম শিক্ষা কার্যক্রম শুরু করে। আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের বিকল্প নাম আগরঘাটা মাধ্যিক বিদ্যালয়। এটি একটি সম্মিলিত ধরণের সহ-শিক্ষামূলক প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে শিক্ষা প্রদান করে: মানবিক, ব্যবসায় অধ্যয়ন, বিজ্ঞান।
প্রতিষ্ঠানটির এমপিও নম্বর হল 6007021301। বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ডের অধীনে।