আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়

প্রতিষ্ঠিত ১৯৬৭ EIIN (১১৭২৪৫)

বাণী > প্রধান শিক্ষক গাজী মোশারাফ হোসেন
Teacher Images

খুলনা জেলার, পাইকগাছা উপজেলাধীন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে ঢাকা-পাইকগাছা মহাসড়ক সংলগ্ন অত্র আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়টি কপিলমুনি ইউনিয়নের ০৫(পাঁচ) বারের বেশি নির্বাচিত তৎকালীন ইউনিয়ন পরিষদ প্রেসিডেন্ট/ চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সরদার আহম্মাদ আলী কর্তৃক ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি বিদ্যালয়টি অত্র এলাকার গণমানুষের মাঝে শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। ছায়াঘেরা পাখি ডাকা প্রায় কোটি টাকার গাছ গাছালি ও নিজস্ব চল্লিশটি দোকানঘর বেষ্টিত বিশাল খেলার মাঠ, ০.৭৫ একর জমির একটি মিষ্টি জলের পুকুর ও একটি সুবিশাল চারতলা ভবন, একটি দু্ই তলা ও একটি একতলা  ভবনে নিয়মিত ম্যানেজিং কমিটি,  দক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীর  তত্ত্বাবধানে বর্তমানে সাত শতাধিক ছাত্র-ছাত্রীর পাঠদান কার্যসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগসহ কৃষি শিক্ষা ও কম্পিউটার শিক্ষা চলমান রয়েছে। তাছাড়া ৭১এর স্মৃতি বিজড়িত একটি বঙ্গবন্ধু ও মুক্তযোদ্ধা কর্ণার, একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার, একটি পাঠাগার, শিক্ষক মিলনায়তন রয়েছে। বিদ্যালয়টির জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার ফলাফল ও মোটামুটি সন্তোষজনক। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

প্রধান শিক্ষক